১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

আনিছুর রহমান,বেনাপোল
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে। রবিবার (১০ আগস্ট) যশোরের শার্শা থানার পাঁচভূলাট বিওপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল আটক করা হয়। ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল পাঁচভূলাট সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ভারত থেকে আনা ১০০ বোতল ফেনসিডিল। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। মাদক চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয় মাদক প্রবেশ ঠেকাতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ফেন্সিডিল ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে আইনানুগভাবে ধ্বংস করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়