১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জ ইউএনওর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা এর আয়োজনে ও কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাদ্রাসা ও মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, রচনা ও চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান, সহ সভাপতি এডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, সৈয়দ মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সদস্য কণিকা সরকার, শেখ আল নূর আহমেদ ইমন। আগামী ২৪ আগস্ট থেকে ১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়