নিজস্ব প্রতিবেদক
মুক্তেশ্বরী নদী দখলমুক্ত করা ও বিল হরিণার জলাবদ্ধতা নিরসনের দাবিতে পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলামের মাধ্যমে ‘বিল হরিনা বাঁচাও আন্দোলন’ এর ব্যানারে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে এলাকাবাসী ১১ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, বিল হরিণার পানি নিস্কাশনের পথ ভাতুড়িয়া পূর্বপাড়া মুক্তেশ্বরী নদীর ব্রিজের উত্তরে মাটি ভরাট করে প্লট আকারে বিক্রির অপচেষ্টা বন্ধ করা এবং দখল উচ্ছেদ করা। সম্পূর্ণ মুক্তেশ্বরী নদী দখলমুক্ত করে সিএস রেকর্ড অনুযায়ী নদীর সীমানা পুনঃনির্ধারণ ও স্থায়ীভাবে পিলার স্থাপন। অবৈধ দখল উচ্ছেদ এবং হরিণা বিলের ধানসহ অন্যান্য ফসল কৃষকের বাড়িতে পরিবহনের জন্য মুক্তেশ্বরী নদী ও খালের উভয় পাশে রাস্তা নির্মাণ। মুক্তেশ্বরী নদীর ম্যাপ অনুযায়ী রেকর্ড সংরক্ষণ, খনন এবং জিয়া খালের সংযোগ পুনঃস্থাপন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধ দখল, অপরিকল্পিত ভরাট এবং পানি নিস্কাশনের পথ রুদ্ধ হয়ে পড়ায় বিল হরিণা ও মুক্তেশ্বরী নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে জলাবদ্ধতা বেড়ে কৃষি, জীববৈচিত্র্য ও স্থানীয় পরিবেশ হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সরকার দ্রুত পদক্ষেপ নিলে মুক্তেশ্বরী নদী ও বিল হরিণা আবারও প্রাণ ফিরে পাবে এবং কৃষি ও পরিবেশ রক্ষা পাবে।

