নিজস্ব প্রতিবেদক
যশোরের সদর উপজেলার বাবলাতলা চাচড়া এলাকায় মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি মাছের হ্যাচারিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৩ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযানে লাল মৎস্য হ্যাচারী পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে হ্যাচারী নাম ব্যবহার করে ক্রেতা সাধারণকে প্রতারণা করে আসছে। তবে হ্যাচারীর জন্য আবশ্যক অনুমোদিত অবকাঠামো, ইনকিউবেটর কিংবা প্রয়োজনীয় সুবিধা প্রতিষ্ঠানটিতে নেই। এমনকি তাদের কোনো হ্যাচারী লাইসেন্সও পাওয়া যায়নি। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় (মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা) প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করে তা প্রশাসনিক ব্যবস্থায় আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ এবং জেলা পুলিশের একটি দল। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

