১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বেনাপোলে ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে বিজিবির একটি টহল দল ২৫ বোতল ভারতীয় পাঞ্চ মদ মালিক বিহীন অবস্থায় উদ্ধার করেছে। বুধবার (১৩ আগস্ট) ভোরে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে উক্ত ২৫ বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার করে। বেনাপোলের দৌলতপুর ক্যাম কমান্ডার খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতপুর পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে চোরাচালানির দলকে ধাওয়া দিলে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে তল্লাশি চালিয়ে তার মধ্য থেকে ভারতীয় ২৫ বোতল ভারতীয় পাঞ্চ মদ পাওয়া যায়। বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের কমান্ডার খায়রুল ইসলাম মালিক বিহীন ২৫ বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাজেয়াপ্ত করার নিমিত্তে উদ্ধারকৃত পাঞ্চ মদ ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়