১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

চিকিৎসা নিতে লন্ডনের পথে ড. মোশাররফ

প্রতিদিনের ডেস্ক:
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে দেশত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।তিনি জানান, সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শে তিনি চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন। আজ শুক্রবার সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০১ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন।সহধর্মিণী বিলকিস আকতার হোসেন এবং ছেলে ড. খন্দকার মারুফ তার সঙ্গে রয়েছেন।
উল্লেখ্য, গত ১২ আগস্ট সন্ধ্যায় ড. মোশাররফ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানে সাক্ষাৎ করে দোয়া নেন। দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে তিনি নিজের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এবং বিদেশে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়