সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ কালিগঞ্জ শুভ জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা শহরের সর্বজনীন কালীবাড়ির আয়োজনে শুভ জন্মঅষ্টমী ২০২৫ পালন উপলক্ষে এক মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সর্বজনীন কালীবাড়ির নেতৃবৃন্দ ও সনাতন ধর্ম অবলম্বীদের একাংশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলার বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ইলিয়াছ রহমান মিঠু, সাবেক ছাত্রদলের সভাপতি লুৎফার রহমান লেন্টু,ও যুব দলের সদস্য সচিব মহাবুর রহমান মিলন। মঙ্গল শোভাযাত্রা টি কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ঘুরে সর্বজনীন কালীবাড়িতে শেষ হয়।

