আনিছুর রহমান, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ-অভয়বাস গ্রামের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সোমবার (১৮ আগস্ট-২০২৫) বিকেলে পরিদর্শন করেন এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করে পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন শার্শার সাবেক সংসদ সদস্য মো. মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও যুগ্ম সম্পাদক মো. তাজ উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমদাদুল হক ইমদা, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আমিরুল ইসলাম, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব মো. মফিজুর রহমান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাকিবুল হাসান রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব মো. সবুজ খান, পৌর ছাত্র দলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় ক্ষতিগ্রস্তরা জানান, টানা বর্ষণ ও উজানের ঢলে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে বাড়িঘর, নষ্ট হয়েছে ফসল, গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। নেতৃবৃন্দ এসময় ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সবসময় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে ছিল এবং থাকবে। তারা দ্রুত ত্রাণ সহায়তা প্রদানের আশ্বাস দেন। একইসাথে সরকারের প্রতি আহ্বান জানান, যেন অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

