১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শেখহাটি বাবলাতলায় দুপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ ৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলী শেখহাটি বাবলাতলা নওয়াপাড়ায় জমিজমা বিরোধে দু’পক্ষের মধ্যে হাতা-হাতি থেকে শুরু করে শেষ পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারী ও এক পুরুষসহ উভয় পক্ষের ৫জন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছেন তারা শঙ্কামুক্ত। বুধবার (২০ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন-প্রথমপক্ষের ইসমাইল হোসেন (৩৮), তার ভাই ইসরাইল হোসেন (৩০) এবং ইসমাইলের স্ত্রী মনিরা খাতুন (২৫)। অপর পক্ষের মধ্যে রয়েছেন আশিকুল (৩৫) ও তার স্ত্রী আন্না (২৫)। স্থানীয়রা জানিয়েছেন-দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে একই ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। স্থানীয়দের হস্তক্ষেপে সংঘর্ষ ভয়াবহরুপ নিতে পারেনি। আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত-এমনটিই জানিয়েছেন চিকিৎসক।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়