১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে পুলিশের হাতে নারীসহ দুজন আটক

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালিগঞ্জ শহরের ফুড গোডাউনের দক্ষিণ পাশে সিআইপটি নামক পাড়ায় ফাতেমা মঞ্জিলের দোতলায় অবৈধভাবে বসবাসের অভিযোগে থানা পুলিশ মহিলা সহ এক ব্যক্তিকে আটক করেছে।খানার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পৌর এলাকার ফুড গোডাউনের পাশে ফাতেমা মঞ্জিলের দোতালায় বসবাসরত একতারপুর গ্রামের বালু ও মাটি ব্যবসায়ী দোলনের ঘরে বোরখা পড়ে এক মহিলা প্রবেশ করলে এলাকাবাসীর সন্দেহ হয়। তখন এলাকাবাসী ঘরের বাহির থেকে ছিটকানি দিয়ে পুলিশকে খবর দেয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দরজা খুলে মোহাম্মদ দোলন সহ এক মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় । এলাকাবাসী জানায় আটককৃত দোলন মাটি ও বালির ব্যবসার সুবাদে ফাতেমা মঞ্জিল ভাড়া নিয়ে বসবাস শুরু করেন । আটকৃত মহিলা প্রায় দিন তার ভাড়া বাসায় আসা-যাওয়া ও মাঝে মধ্যে রাত্রি যাপন করে। এতে এলাকাবাসীর সন্দেহ হলে অন্যদিনের মত মহিলা বোরকা পড়ে ঘরে প্রবেশ করলে এলাকার যুবকরা বাইরে থেকে ছিটকানি দিয়ে দেয় এবং পুলিশকে খবর দেয় । তাৎক্ষণিক স্বীকারোক্তিতে মোঃ দোলন ও আটককৃত মহিলা তারা স্বামী স্ত্রী নয় বলে জানান।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়