১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ : তদন্ত কমিটি গঠন

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮ নং মালিয়াট ইউনিয়নের বেথলী বিএসবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ দিয়েছে। দশম শ্রেণীর ছাত্রী লিখিত অভিযোগে উল্লেখ করেছে দীর্ঘদিন যাবত বিএসবি বালিকা বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান আসাদ তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিল। এক পর্যায়ে ছাত্রী ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক বরাবর ঐ শিক্ষাকে বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ এনে লিখিত দরখাস্ত দেন। দরখাস্তের প্রেক্ষিতে স্কুল পরিচালনা কমিটি সভায় শিক্ষক আসাদুজ্জামান আসাদকে কারণ দর্শানোর নোটিশ সহ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির গঠন করেছেন। আগামী তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ সত্যতা প্রমাণীত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে শিক্ষক আসাদুজ্জামান আসাদ বললে তিনি উক্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক,ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ করা হয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়