১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মাথা নাড়ালেই ইয়ারবাড বুঝে যাবে আপনি কী বলছেন

প্রতিদিনের ডেস্ক:
ডিজিটাল যুগে ইয়ারবাড বা ওয়্যারলেস হেডফোন হয়ে উঠেছে নিত্যদিনের সঙ্গী। গান শোনা, ফোন কল, কিংবা ভিডিও কনফারেন্স-সব ক্ষেত্রেই ইয়ারবাড ব্যবহৃত হয়। ইয়ারবাডগুলোতেও দেওয়া হচ্ছে উন্নত সব প্রযুক্তি। যেন ব্যবহারকারীর ইয়ারবাড ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হয়।এবার গুগল নতুন ইয়ারবাডস গুগল পিক্সেল বাডস প্রো ২ আনলো বাজারে। এই ইয়ারবাডে দেওয়া হয়েছে টাচের পাশাপাশি হেড জেসচার কন্ট্রোল ফিচার। অর্থাৎ মাথা নাড়িয়েও ইয়ারবাড থেকে কল প্রত্যাখান বা রিসিভ করতে পারবেন।এছাড়া হেড জেসচার কন্ট্রোলের মাধ্যমে, ব্যবহারকারীরা টেক্সটের উত্তরও দিতে পারবেন বলে দাবি করা হচ্ছে। ইয়ারফোনগুলোতে অন্তর্নির্মিত সেন্সর এবং মাথার নড়াচড়া শনাক্ত করার জন্য একটি উন্নত অ্যাক্সিলোমিটার রয়েছে।গুগল পিক্সেল বাডস প্রো ২-তে হ্যান্ডস-ফ্রি জেমিনি অ্যাক্সেসও আপডেট করবে। আপনার ফোন আনলক করা বা কোনো অ্যাপ চালু করার পরিবর্তে, ব্যবহারকারীরা পিক্সেল বাডস প্রো ২-এর মাধ্যমে গুগলের এআই সহকারীর সঙ্গে কল করতে পারবেন। জেমিনি লাইভ ইন্টারঅ্যাকশন সহজ করার জন্য, কোলাহলপূর্ণ পরিবেশেও ব্যবহারকারীর কণ্ঠস্বর আলাদা করার জন্য ইয়ারফোনগুলোতে উন্নত অডিও ফিল্টারিং এবং প্রক্রিয়াকরণ ব্যবহার করা হবে বলে দাবি করা হচ্ছে।ইয়ারবাডটিতে লাউড নয়েজ প্রোটেকশনও দেওয়া হবে, যা ব্যবহারকারীর শ্রবণশক্তি সুরক্ষিত রাখতে, চলমান ফায়ার ট্রাকের সাইরেনের মতো হঠাৎ উচ্চ শব্দগুলোকে স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেবে।এটি ১১ মিমি ড্রাইভার, একটি টেনসর এ১ চিপ এবং এএনসি সাপোর্ট দিয়ে সজ্জিত, যা উচ্চ-ফ্রিকোয়েন্সি নয়েজ ক্যান্সেলেশনের জন্য সাইলেন্ট সিল ২.০ দ্বারা উন্নত। এতে ক্লিয়ার কলিং এবং পিক্সেল ওয়াচসহ পিক্সেল ডিভাইসগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সুইচিং বৈশিষ্ট্য দেওয়া হয়েছে।কেসসহ ইয়ারফোনগুলো একবার চার্জে ৪৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারবে বলে দাবি করা হয়েছে। গুগল পিক্সেল বাডস প্রো ২ হ্যাজেল, পিওনি, পোরসেলেন উইন্টারগ্রিন এবং মুনস্টোন রঙের বিকল্পে পাওয়া যাবে। ইয়ারবাডটির দাম ভারতীয় বাজারে ২২ হাজার ৯০০ রুপি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়