শেখ জলিল আহমেদ, তালা
তালার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন (৩৩) কে জবাই করে হত্যা হত্যা করেছে দুবৃর্ত্তরা। পুলিশ সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। সুত্রে জানা যায়, তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন (৩৩) ডুমুরিয়া উপজেলার আঠারমাইল নামক স্থানে নিজ বাড়ীতে মাতা অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাশিদা বেগম (৬০) স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (২৯) ও একমাত্র পুত্র শেখ তাজ (১১) কে নিয়ে তিনতলা ভবনের দ্বিতীয় তলায় বসবাস করে আসছেন। শুক্রবার (২২ আগষ্ট) রাত ৮ টার দিকে নিহত শামীমের দুবন্ধু শরিফুল ইসলাম (৪২) ও পিজাজ (৫০) আইসক্রিম নিয়ে শামীমের বাসায় আসে এবং শামীমকে নিয়ে তৃতীয় তলার নির্মানাধীন একটি কক্ষে প্রবেশ করে। দীর্ঘক্ষন পেরিয়ে গেলে রাত ১১ দিকে শামীমের স্ত্রী বৃষ্টি ও শ্বাশুড়ী তিন তলায় উঠে শামীমের বন্ধুদের জুতা দেখতে না পেয়ে তৃতীয় তলার ওই রুমে ঢুকে শামীমকে জবাই করা অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ রাতেই ঘটন্স্থালে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে রাত ৩ টার দিকে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। স্থানীয় একটি সুত্রে জানা যায়, হত্যাকান্ডে ৩ জন জড়িত থাকতে পারে। তবে সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করলে সেটি নিশ্চিত হওয়া যেতে পারে। ডুমুরিয়া থানার ওসি মোঃ মাসুদ রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শামীমের দু বন্ধু, শরিফুল ও পিজাজকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। এরিপোর্ট লেখার পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।

