নিজস্ব প্রতিবেদক
সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি প্রদান করেছেন যশোর-৬ আসনের ভোটাররা। রোববার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে কেশবপুর বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
জানা গেছে, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন কমিশনে যশোর-৩ ও যশোর-৬ সংসদীয় আসনের সীমানা পুনর্গঠনের আবেদন করেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামীকাল ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেছে। এর প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে যশোর-৩ ও যশোর-৬ আসনের সাধারণ ভোটাররা। বিক্ষোভে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে একটি মহল যশোরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। তারা আসন্ন নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা চালাচ্ছে। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যশোরবাসী কোনোভাবেই এই ষড়যন্ত্র মেনে নেবে না। সীমানা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

