সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জে সহিংস ঘটনা মোকাবেলায় সহায়তার জন্য সচেতনতা বৃদ্ধি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শান্তিপূর্ণ গণশোক, মোমবাতি প্রজ্জ্বলন এবং প্লাকার্ড প্রদর্শনের মধ্য দিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাজার গ্রাম ব্রীজ সংলগ্ন দাসপাড়ায় প্রেরণা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার নারী, কিশোরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেরণা নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার সৈয়দ ফাল্গুনী রহমান।

