১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

নতুন স্মার্টওয়াচ আনছে হুয়াওয়ে

প্রতিদিনের ডেস্ক:
জনপ্রিয় স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড হুয়াওয়ে। নতুন একটি স্মার্টওয়াচ এনেছে। যার নাম হুয়াওয়ে ওয়াচ জিটি ৬। শিগগির বাজারে আসবে ঘড়িটি, সঙ্গে থাকতে পারে সিরিজের ওয়াচ জিটি ৬ প্রো ঘড়িটিও। এগুলো যথাক্রমে ৪২এমএম এবং ৪৬এমএম আকারে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
আসন্ন হুয়াওয়ে ওয়াচ জিটি ৬ সিরিজে আপগ্রেডেড হেলথ এবং ফিটনেস ট্র্যাকিং বৈশিষ্ট্য থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। একটি অ্যামোলেড স্ক্রিনে দেওয়া হয়েছে স্মার্টওয়াচটিতে। ১০০ টিরও বেশি স্পোর্টস মোড অফার করবে। হৃদস্পন্দন, ঘুম এবং মাসিক চক্র ট্র্যাক করতে পারবে ঘড়িটি।স্বাভাবিক ব্যবহারের ক্ষেত্রে ঘড়িটি এক চার্জে ১৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। ৫টি এটিএম-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে। যাতে ঘাম এবং ধুলায় স্মার্টওয়াচটি নষ্ট হবে না।
দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ঘড়িটি। এই মডেলগুলোর মধ্যে একটিতে স্পোর্টি লুক, লাল-উচ্চারিত ঘূর্ণায়মান মুকুট এবং রূপালি ফিনিশ রয়েছে, অন্যটিতে পাতলা বেজেল সহ একটি মসৃণ কালো নকশা রয়েছে। দাম সম্পর্কে এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এর পূর্বসূরি হুয়াওয়ে ওয়াচ জিটি ৫ এর চেয়ে খানিকটা বেশি হতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়