সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে ৬ লেনের উন্নীতকরণ রাস্তার জমি অধিগ্রহণের বিভিন্ন ছোট বড় হাটবাজারের ব্যবসায়ী ও কর্মচারীদের ক্ষতিপূরণের দাবিতে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীরা। ২৬ সেপ্টেম্বর সকাল দশটার সময় ক্ষতিগ্রস্ত দোকানি ও কর্মচারীরা মেন বাসস্ট্যান্ডে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করেন এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী জুয়েল রানা। মানববন্ধন শেষে কালীগঞ্জ ক্লিনিক মালিক সমিতির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন তারা বিভিন্ন এনজিও ও ব্যাংকের ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিল। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এ প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্ভে করার সময় দোকানদার এবং কর্মচারীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিল এবং তারা বলেছিল ঘর ও জমির মালিকদের সাথে ভাড়াটিয়া বা ব্যবসায়ী এবং কর্মচারীরাও ক্ষতিপূরণ পাবে। কিন্তু জমি ও অবকাঠামোর মালিকদের নামে আট ধারার নোটিশ দেওয়া হয়েছে । তাতে উল্লেখ আছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তাদের অর্থের চেক সংগ্রহের নির্দেশ দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় ওই সমস্ত ঘরের ব্যবসায়ী ও কর্মচারীরা ক্ষতিপূরণের কোন নোটিশ এখনো পাইনি। তারা অবিলম্বে প্রয়োজনীয় পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। অন্যথায় তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

