১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

নড়াইলে ১৪৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের কালিয়ায় ১ হাজার ৪৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় আবেদ মোল্যা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক বিক্রির ১০ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আবেদ ওই গ্রামের রকি উদ্দিন মোল্লার ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার জানান, পরিদর্শক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে আবেদ মোল্যাকে হাতেনাতে আটক করা হয়। ঘটনার পর তার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আজ (মঙ্গলবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়