১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যুক্তরাষ্ট্রে ভিসা-গ্রিনকার্ড নীতিতে বড় যে পরিবর্তন আসছে

প্রতিদিনের ডেস্ক:
ট্রাম্প প্রশাসন অভিবাসী ভিসা প্রকল্প এইচ-ওয়ান বি (H-1B) ও গ্রিনকার্ড নীতিতে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, বর্তমান এইচ-ওয়ান বি ভিসা ব্যবস্থা মার্কিন নাগরিকদের চেয়ে বিদেশি কর্মীদের বেশি সুবিধা দিচ্ছে। দীর্ঘদিন ধরে বড় বড় প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ দিয়ে আসছে। এখন মার্কিন কর্মীদের অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে।ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক জানান, ভিসা ব্যবস্থায় যেসব পরিবর্তন আনা হবে তার মধ্যে অন্যতম হলো— বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করা। এর পরিবর্তে উচ্চ আয়ের আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে এইচ-ওয়ান বি ভিসাকে মজুরিভিত্তিক ভিসা ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।তিনি আরও বলেন, বর্তমানে একজন মার্কিন নাগরিকের গড় বাৎসরিক আয় প্রায় ৭৫ হাজার ডলার। অন্যদিকে, গ্রিনকার্ডধারী বিদেশি কর্মীদের গড় আয় দাঁড়ায় প্রায় ৬৬ হাজার ডলার। তাই নতুন ব্যবস্থায় যুক্তরাষ্ট্র চাইবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সবচেয়ে মেধাবী ও দক্ষ মানুষদের নিয়ে আসতে। এ কারণে ভিসাকে ‘সোনার কার্ড’ হিসেবে পরিণত করার লক্ষ্য রয়েছে।যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইনে, গ্রিনকার্ডের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে আগে অবশ্যই এইচ-ওয়ান বি ভিসাধারী হতে হয়। ফলে ভিসা নীতির এই পরিবর্তন হলে ভারতীয়দের ওপর বড় প্রভাব পড়বে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে এইচ-ওয়ান বি ভিসাধারীদের মধ্যে প্রায় ৭০ শতাংশই ভারতীয় নাগরিক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়