নিজস্ব প্রতিবেদক
যশোরের ঘোপ ছাতিয়ানতলা গ্রামে গভীর রাতে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে শাহানাজ বেগম (৩০) নামে এক নারীর হাত-পা বেঁধে নির্যাতন ও ওড়না দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে হত্যা চেষ্টা হয়েছে। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে সদর উপজেলার ঘোপ ছাতিয়ানতলা গ্রামে। ভুক্তভোগী নারী ওই এলাকার রোস্তম মোল্লার মেয়ে শাহানাজ (৩৭)।গভীর রাতে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুর্বৃত্ত শাহানাজের বসতঘরে প্রবেশ করে। তারা প্রথমে ওড়না দিয়ে হাত বেঁধে মুখে পাইপ ঢুকিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। এরপর লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে। একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করলে শাহানাজ চিৎকার করে ওঠেন। তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

