১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোর রেলগেটের আলোচিত নারী ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের রেলগেট এলাকার আলোচিত নারী মাদক ব্যবসায়ী বিজরী সুলতানা বিথিকে (৩২) ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রেলগেট মাইক্রোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে যে রেলগেট এলাকায় একজন নারী মাদকসহ অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বিজরীর হাতে থাকা একটি পলিথিন ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
আটক বিজরী সুলতানা রেলগেট রায়পাড়ার বাসিন্দা জাহাঙ্গীরের স্ত্রী। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে আলোচিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। বিভিন্ন সময় গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে আবারও একই কাজে যুক্ত হন তিনি। এ কারণে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছিল। ডিবি পুলিশের দাবি, নারীদের মাধ্যমে মাদক ব্যবসা এখন নতুন রূপ নিচ্ছে। বিজরীর মতো নারী ব্যবসায়ীরা ধরা পড়লেও তাদের পেছনে আরও বড় চক্র সক্রিয় রয়েছে। এসব চক্রকে শনাক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, আটক বিজরীর স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তী ধাপে সরবরাহকারী ও সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের নারী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার শুধু আইনি প্রক্রিয়ার অংশ নয়, বরং সামাজিক বার্তাও বহন করে। তারা আশা করছেন, নিয়মিত অভিযান ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে শহরের মাদকচক্রগুলো দমন করা সম্ভব হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়