১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

রাজগঞ্জে ছুরিকাঘাতে হতাহত ২

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে র্দূবৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলে ১ জনের মৃত‍্যু হয়েছে। এ সময় আরো ১জন গুরুতর আহত হয়েছ্। আহতকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়- ৩০ আগস্ট শনিবার রাত ৯ টার পর রাজগঞ্জ বাজারের দক্ষিণ মাথায় আতাউর রহমানের চায়ের দোকানে মোবারকপুর গ্রামের (ছোট মোনারপুর) মৃত আজাহার মাস্টারের ছেলে আশরাফুল ইসলাম (৪২) বসা থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপোতাড়ি ছুরির আঘাত করে। ফলে ঘঠনস্থলে মারা যায়। আশরাফুল ইসলাম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঘটনার সময় পাশে বসে থাকা মোবারকপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে তারেক রহমান ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে যশোর সদর হাসপাতাল পাঠায়। সংবাদ পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর কামাল হোসেন ফোর্স নিয়ে ঘঠনা স্থলে আসেন। এ বিষয়ে ইন্সপেক্টর কামাল হোসেন বলেন- সংবাদ পেয়ে আমার ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তর শেষ করি। এর পর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। এর রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ঘটনাস্থলে পুলিশের পাহারায় পড়ে ছিলো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়