নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় এক নারীর ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটেছে। সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের মাদ্রাসাপাড়ায় রোববার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ধর্ষণচেষ্টা ব্যর্থ হয়ে প্রতিবেশী তাহাজ্জত ওরফে ট্যানা ওই নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ট্যানা প্রতিবেশী ওই নারীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। নারীটি বারবার প্রত্যাখ্যান করলে ট্যানা বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। ঘটনার দিন দুপুরে বাড়িতে একা ছিলেন ভুক্তভোগী। এসময় ট্যানা তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। নারীটি বাধা দিলে ট্যানা ক্ষিপ্ত হয়ে তার আঙুলে কামড় দেয়। এতে আঙুল ছিঁড়ে পড়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ট্যানা পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এদিকে এলাকায় এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

