নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় নারীসহ দুইজনকে আটক করা হয়। রবিবার (৩১ আগস্ট) কোতোয়ালী মডেল থানাধীন বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন— মোছাঃ শিলা খাতুন (৪৫) ও তার স্বামী মোঃ মমিনুল ইসলাম (৪০)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে ডিএনসি সূত্র জানিয়েছে।
অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শিলা খাতুনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এদিকে, একই ঘটনায় গ্রেফতারকৃত মমিনুল ইসলামকে ডিএনসি’র উপ-পরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান সরদার ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। ডিএনসি যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

