১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

জাকসু নির্বাচন : প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত

প্রতিদিনের ডেস্ক:
আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে জাকসু নির্বাচন কমিশন।গতকাল মঙ্গলবার রাতে জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।অধ্যাপক মনিরুজ্জামান বলেন, আমরা গত দুইদিন আগে নির্বাচনে প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছি। সেখানে সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দাবির মুখে আমরা ডোপ টেস্টের বিষয়টি আমলে নিয়েছি। শিক্ষার্থীদের মতামত মূল্যায়ন করার পর, নির্বাচন কমিশন একসাথে বসে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, নির্বাচনের আগে সকল যোগ্য প্রার্থীর ডোপ টেস্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।এর আগে, গত ৩১ আগস্ট নির্বাচন কমিশন প্রার্থীদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সুষ্ঠু ও স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ গড়ে তোলার জন্য জাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে আলোচনা করা হয়।৩৩ বছরের অচলায়তন ভেঙে আগামী ১১ সেপ্টেম্বর বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়