১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া, অভিযোগ ট্রাম্পের

প্রতিদিনের ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তার দাবি, তিন দেশের শীর্ষ নেতারা একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করছেন।ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।যখন চীনের বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে রুশ প্রেসিডেন্ট পুতিন, উত্তর কোরীয় নেতা কিম জং উন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একসঙ্গে উপস্থিত হলেন, তখনই ট্রাম্প এই মন্তব্য করলেন।বিশ্লেষকদের মতে, এই কুচকাওয়াজের মাধ্যমে চীন তার সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তি প্রদর্শন করতে চাইছে। বেইজিং বার্তা দিতে চাচ্ছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো দ্বন্দ্বে মোকাবিলার সক্ষমতা রয়েছে তাদের।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়