১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
যশোরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ (সোমবার) সকাল ১০টায় কালেক্টরেট চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান বেলুন উড়িয়ে এই র‌্যালির উদ্বোধন করেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে কালেক্টরেট এলাকা। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর প্রশাসক রফিকুল হাসান। তিনি বলেন, সাক্ষরতার হার বৃদ্ধির মাধ্যমে একটি শিক্ষিত ও আলোকিত জাতি গঠন সম্ভব। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও স্মার্ট প্রজন্ম তৈরির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং উন্নয়নের প্রধান হাতিয়ার। তাই সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সবাই মিলে অঙ্গীকার করেন, শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়