নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে বিষপান করে রুমা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ঝিকরগাছা উপজেলার বাকড়া ইউনিয়নের দর্গাডাঙ্গী গ্রামের কবিরের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে রুমা বিষপান করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে মহিলা মেডিসিন ওয়ার্ডের তৃতীয় তলায় চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।