মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে রোকেয়া হলের সংস্কৃতি সম্পাদক পদে বিজয়ী হলেন পাইকগাছার মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তিশা।পাইকগাছার হাসপাতাল ক্রস রোডের বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী সরদার কামরুজ্জামান এর কন্যা জান্নাতুল ফেরদৌস তিশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের দর্শন বিভাগের মেধাবী শিক্ষার্থী ও রোকেয়া হলের আবাসিক ছাত্রী। হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করে ১১৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উক্ত পদে ৫ জন ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করেন, আফরোজা মেহজাবীন ঐশী ৪৫০ ভোট, জান্নাতুল ফেরদৌস তিশা ১১৫৬ ভোট, নীলিমা রাশেদ ৫৫৫ ভোট, নূরাণী ইসলাম নিসা ৪৪৯ ভোট ও সাকিবা সুলতানা বন্যা ১৫১ ভোট প্রাপ্ত হন। জান্নাতুল ফেরদৌস তিশা পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ফসিয়ার রহমান মহিলা কলেজ থেকে এইচএসসি দেন।

