১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক
যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আজাদ (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে কোতোয়ালী থানাধীন আরবপুর ইউনিয়নের মন্ডলগাতী এলাকায় এ ঘটনা ঘটে। আহত আজাদ মন্ডলগাতী গ্রামের নবআলীর ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দোকান থেকে পানি খাওয়াকে কেন্দ্র করে আজাদের বন্ধু আল-আমীন (৩০), পিতা: খোকন, সাং: মন্ডলগাতী এবং ইমন (২৯), সাং: রেলগেট তেতুলতলা সহ আরো ২/৩ জন মিলে রাতের আঁধারে ভিকটিম আজাদকে বাড়ির পাশে ডেকে নেয়। এসময় তারা ধারালো ছুরি দিয়ে আজাদের বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত জখম করে। আজাদের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক নয় তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ জানায়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়