১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কেশবপুরে প্রতিবন্ধীরা পেল শুভ সংঘের পক্ষ থেকে আমের চারা

মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোরের কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন প্রজাতির আম গাছের চারা দেওয়া হয়। মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শুভসংঘের উপদেষ্টা অ্যাড. আব্দুল মজিদ, সভাপতি এএফএম শফি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ অসীম কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সহ-সভাপতি প্রবীর কুমার সরকার, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজীত মুখার্জী, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিম, নূরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানে শারীরিক, বাক ও দৃষ্টি প্রতিবন্ধীরা একটি করে আম গাছের চারা পেয়ে খুশি হন। এসব আম গাছের চারার ভেতর ছিল, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি ও বউসুন্দরী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়