১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

খাদ্যনালিতে বিরল অস্ত্রোপচারে ৯ ইঞ্চি দাঁত খিলি অপসারণ

প্রতিদিনের ডেস্ক
ভারতের ওড়িশায় এক বিরল অস্ত্রোপচারে ৮০ বছর বয়সি এক রোগীর খাদ্যনালি থেকে ৯ ইঞ্চি দাঁত খিলি বের করেছেন চিকিৎসকরা। ঘণ্টাব্যাপী এ ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি স্থিতিশীল আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, দাঁত পরিষ্কার করার সময় অসাবধানতাবশত দাঁত খিলিটি গিলে ফেলেন ওই বৃদ্ধ। এরপর থেকেই তিনি তীব্র ব্যথা ও গিলতে অসুবিধায় ভুগছিলেন এবং প্রায় এক সপ্তাহ কিছুই খেতে পারেননি। চিকিৎসকরা জানান, উচ্চ রক্তচাপজনিত ঝুঁকির কারণে রোগীকে অ্যানাস্থেশিয়া দেওয়া ছিল অত্যন্ত জটিল। তবু বিশেষায়িত ইএনটি চিকিৎসক দলের নেতৃত্বে এমকেসিজি হাসপাতালের অপারেশন থিয়েটারে সতর্কতার সঙ্গে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ প্রক্রিয়ায় সফলভাবে দাঁত খিলিটি বের করে আনা সম্ভব হয়। রোগীর পরিবার প্রথমে অন্য কয়েকটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেওয়ার চেষ্টা করলেও কোনো সমাধান মেলেনি। পরবর্তীতে তাকে ওড়িশার বেরহামপুরের এমকেসিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। পরিবারের সদস্যরা দাঁত খিলিটি বের করার চেষ্টা করেছিলেন, তবে এতে রোগীর ভোগান্তি আরও বেড়ে যায় বলে জানা গেছে। হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার সুস্থতার অগ্রগতি সন্তোষজনক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়