২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেছেন, “একটা ফোন একটা হোন্ডা একটা প্রজন্মকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তাই দর্শনা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হলো।” আমাদের আগামী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে অভিভাবকরা তার কিশোর সন্তানদের হাতে মোবাইল তুলে দেবেন না। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে অনুষ্ঠিত অভিভাবক ও সুধী সমাবেশে তার বক্তব্যে তিনি এ কথা বলেন।মাওলানা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাদের, জাহিদুল ইসলাম জাহিদ, সাইফুল আলম অপু, মাওলানা হাবিবুর রহমান, সাংবাদিক এফ এ আলমগীর, শিক্ষক আবুল হোসেন, মাওলানা খালিদ হোসেন, মাওলানা শাহ আলম, মনির হোসেন মুকুল, তানভীর হোসেন অনিক দর্শনা সাংবাদিক সমিতির সেক্রেটারি মাসুম বিল্লাহ, আরিফুজ্জামান, আবু সাঈদ প্রমুখ নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন প্রবীণ আলেম ও দর্শনা পৌর ইমাম সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়