২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বাগেরহাটের ৯ উপজেলায় সোমবার থেকে ফের ৩৬ ঘণ্টার হরতাল

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাটের চারটি আসন পূনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)) সন্ধ্যায় দু’দিনের হরতাল শিথিল করে রোববার থেকে চার দিনের ধারাবাহিক এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার সময় মসজিদে মসজিদে দাবির ব্যাপারে সচেতন করতে আলোচনা। রোববার ( ১৪ সেপ্টম্বর) জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস আদালতের সামনে অবস্থান কর্মসূচি। সোমবার থেকে বুধবার পর্যন্ত (১৫, ১৬ ও ১৭ সেপ্টন্বর) সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা হরতাল মুক্ত থাকবে। আসন পুনরুদ্ধার গঠিত সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস বলেন, আমাদের পূর্ব ঘোষিত হরতাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিথিলের ঘোষণা দিয়ে ৪ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস ও আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। সোম, মঙ্গল ও বুধবার সকাল-সন্ধ্যা হরতাল চলবে। রাতে সড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। হরতালের আওতামুক্ত থাকবে সব ধরনের পরীক্ষা, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি, দুই চাকার সব যানবাহন, কাচা বাজার, মুদি দোকান, হাসপাতাল, ওষুধ, অ্যাম্বুলেন্স ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়