১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
যশোর-ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির বাজার মূল্যের দাবিতে যশোরের হৈবতপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্তরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শুক্রবার বিকেলে স্থানীয় সাতমাইল এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার তাদের জমির বাজার মূল্য না দিয়ে কম দামে অধিগ্রহণ করছে। যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তারা দ্রুত ন্যায্য মূল্য পরিশোধের দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দেন—ন্যায্য মূল্য ছাড়া জমির দখল ছাড়বেন না এবং প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। বক্তারা আরও জানান, জমির ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হবে। তাদের আশঙ্কা, বর্তমান মৌজা মূল্যে জমি অধিগ্রহণ করা হলে বহু পরিবার নিঃস্ব হয়ে পথে বসবে।মানববন্ধনে উপস্থিত ছিলেন ডাক্তার আবু জাফর, ডাক্তার আবু তোহা, বিএনপি নেতা আহাদুল ইসলাম, কুরবান আলী, হাসানুর রহমান, মকবুল হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে স্থানীয় সাতমাইল কাঁচা বাজারে এক সমাবেশে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য আদায়ের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। ডাক্তার আবু তোহাকে আহ্বায়ক ও আহাদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে এই কমিটি করা হয়। জমির মালিক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।যশোরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন, আন্দোলনের হুঁশিয়ারি অধিগ্রহণকৃত জমির বাজার মূল্যের দাবিতে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন। ন্যায্য মূল্য ছাড়া জমির দখল নয়: হৈবতপুরে মানববন্ধন

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়