১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সেতাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের উত্তরপাড়ার আনারুল মণ্ডলের ছেলে। সে সেতাই এ.সি.আই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, স্কুলের ছুটির দিন হওয়ায় রাসেল ও কয়েকজন বন্ধু মিলে পিকনিকের উদ্দেশ্যে গ্রামের মাঠের একটি আমবাগানে কাঠ সংগ্রহ করতে যায়। আমগাছের ভাঙা ডালপালা কুড়ানোর সময় অসাবধানতাবশত সে বাগানের ভেতর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের জিম্মায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়