নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে আসাদুজ্জামান (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কলারোয়া উপজেলার শাকদাহ গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান ২০১২ সালে নড়াইল জেলায় ১৮০ পিস ফেনসিডিলসহ আটক হন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরবর্তীতে আদালত তাকে যাবজ্জীবন সাজা ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই আসামি পলাতক ছিলেন। এএসআই শামিম জানান, “আমরা দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামিকে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে শাকদাহ গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থান করছে। ফোর্স নিয়ে সেখানে গেলে সে পালানোর চেষ্টা করে, তবে আমরা আটক করতে সক্ষম হই।” বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শামিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হবে।”

