১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মুজিব সড়ক এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। এ সময় রসনা সুইটস এন্ড ডেইরি ও টপ টেন মার্টে ভোক্তা অধিকার লঙ্ঘনের প্রমাণ মেলে। অভিযানে দেখা যায়, রসনা সুইটস এন্ড ডেইরি গ্রাহকদের সাথে প্রতারণা করে এক কেজির পরিবর্তে ৯০০ গ্রাম দই বিক্রি করছে। এছাড়া তাদের তৈরি ঘি-তে কোন মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তথ্য নেই।

এসব কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৬ ও ৩৭ ধারায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, টপ টেন মার্টে মূল্য তালিকা ছাড়া বিপুল পরিমাণ প্রসাধনী পণ্য বিক্রি হচ্ছিল। এ অপরাধে আইনটির ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এ সময় জেলা পুলিশের একটি দল ও ক্যাব যশোর জেলা শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়