১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে ঘিরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, সদর ক্যাম্প প্রতিনিধি ক্যাপ্টেন ইফতেখার, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ আল আমিন, এনএসআই উপপরিচালক আবু তাহের মোঃ পারভেজ, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা। সভায় শারদীয় দুর্গাপূজা চলাকালে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে। জানা গেছে, যশোর জেলার ৮টি উপজেলায় মোট ৭০৬টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে। এর মধ্যে, সদর উপজেলায় ১৬২টি, অভয়নগরে ১২৭টি, কেশবপুরে ৯৮টি,মনিরামপুরে ৯৭টি, বাঘারপাড়ায় ৯০টি, ঝিকরগাছায় ৫৪টি, চৌগাছায় ৪৮টি, শার্শায় ২৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা পূজা উপলক্ষে জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়