১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে ১০ লাখ টাকা যৌতুকের দাবি স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক
দশ লাখ টাকা যৌতুক দাবিতে মারপিটের অভিযোগে স্বামীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন স্ত্রী সাম্মি আক্তার রোজি নামে এক গৃহবধূ। গতকাল বিচারকত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রগমত আলী আসামি মেহেদী হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারীর আদেশ দিয়েছেন। আসামি মেহেদী হাসান ঢাকার ১২ নম্বর মিরপুর ডিওএইচএস এভিনিউ-৩ এর ফরহাদ হোসেনের ছেলে।
মামলার বাদী যশোর উপশহরের নিউমার্কেট গার্লস স্কুলের পিছনে আইয়ুব হোসেনের মেয়ে। বাদী মামলায় বলেছেন, ২০২১ সালের ৯ জানুয়ারি পঁাচ লাখ টাকা দেনমোহরধার্যের আসামি মেহেদী হাসানের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। কিন্তু এরআগে আসামি মেহেদীর আরও একটি বিয়ে ছিলো এবং সেই স্ত্রী গর্ভের দুইটি সন্তান আছে। তা গোপন রেখে সাম্মি আক্তার রোজিকে বিয়ে করেছেন। কিন্তু পরবর্তীতে রোজি অন্তঃসত্বা হয়ে পড়েন প্রথম বিয়ের বিষয়টি জানতে পারলেও ভবিষ্যতের কথা চিন্তা করে সংসার শুরু করেন। তবে বিয়ের পর থেকেই দশ লাখ টাকা যৌতুকের জন্য রোজিকে নির্যাতন করে আসছিলো। এরই মধ্যে রিমা নন্দীনী নামে আরেক নারীর প্রেমে আসক্ত হয়েছেন মেহেদী হাসান। ফলে রিমা নন্দীনীর পরামর্শে চলতি বছরের ২ জানুয়ারি যৌতুকের টাকার জন্য মারপিট করে রোজিকে একবস্ত্রে পিতার বাড়িতে তাড়িয়ে দেন মেহেদী হাসান। এরপর থেকে রোজি পিতার বাড়িতে অবস্থান করলেও তার স্বামী কোন খেঁাজখবর বা তার এবং সন্তানের কোন ভরণপোষনদেন নাই। ফলে গত ২৯ মে মেহেদী হাসানকে রোজির পিতার বাড়িতে ডেকে এনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে যৌতুক ছাড়া সংসার করার অনুরোধ করা হয়। কিন্তু মেহেদী হাসান যৌতুক ছাড়া রোজিকে নিয়ে আর সংসার করবেননা বলে চলে যান।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়