১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

অস্ত্র-গুলিসহ চার মামলার আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
খুলনায় অস্ত্র এবং গুলিসহ চার মামলার আসামি তানভীর ইসলাম নিলয়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তাকে নগরীর খুলনা থানাধীন রূপসা স্ট্যান্ড থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার নিলয় ওই এলাকার বাসিন্দা মনির হোসেনের ছেলে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী বলে খুলনা থানার পুলিশ জানায়। খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম নিলয়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ইউনুস নামের অপর এক যুবককে চাঁদার দাবিতে স্টান্ড রোডে নিয়ে মারধর করতে থাকে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং ঘটনাস্থল ভিকটিম ইউনুসকে উদ্ধার করে। এ সময় পুলিশ নিলয়কে হাতেনাতে আটক করে। পরবর্তীতে স্বীকারোক্তি মোতাবেক তার ঘর থেকে একটি সুটার গান এবং একটি গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, সোনাডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে খুলনার অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ এবং তার গ্রুপের একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়। খুলনা থানায় দায়িত্ব নেওয়ার পর এটা তার প্রথম অভিযান। এলাকায় কোন সন্ত্রাসীদের স্থান হবেনা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়