নিজস্ব প্রতিবেদক
যশোরে পানিতে ডুবে গালিব (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত গালিবের বাবার নাম মনিরুল। তাদের বাড়ি কোতয়ালী থানার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে বয়ে যাওয়া চিত্রা নদীতে গোসল করতে নামে গালিব। এ সময় নদীতে পাতা মাছ ধরার জালে তার পা আটকে যায়। সাঁতার না জানায় শিশুটি ডুবে যায়। কিছুক্ষণ পর ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

