নিজস্ব প্রতিবেদক
বেনাপোল কাস্টমসে রাজস্ব ফাঁকি রোধ, অনিয়ম, দ্রুত পণ্য খালাস ও আমদানি-রপ্তানি গতিশীলতা বাড়ানোর বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল কাস্টমস হাউস অডিটোরিয়ামে কাস্টমস কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী সংগঠন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার খালেদ আবুল হোসেন। সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত কমিশনার মুশফিকুর রহমান, সহকারী কমিশনার সাকিব রায়হান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশেনের সভাপতি আলহাজ শামসুর রহমান, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশেনের সিনিয়র সহ-সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক মোস্তাফিজোহা সেলিম ও অর্থ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন, বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন প্রমুখ। সভায় কাস্টমস হাউসে অপ্রয়োজনীয় প্রবেশ নিষেধ, দ্রুত পণ্য খালাস, রাজস্ব ফাঁকি রোধে কঠোর ব্যবস্থা, আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা ও রাজস্ব আয় বৃদ্ধির বিষয়ে সকল দাবি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন কাস্টমস কমিশনার।

