নিজস্ব প্রতিবেদক
ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী সনাতন ধর্মের নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার লাউজানি কমপ্লেক্সে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। এসময় তিনি বলেন, সকল ধর্মের মূল বাণী মানবসেবা। মানুষের সেবা করার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন সম্ভব। এই দেশটা সবার। জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ তাঁদের ধর্ম পালনের স্বাধীনতা পাবেন। আমরা সম্প্রীতির মানবিক বাংলাদেশ গড়তে চাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খান, পৌর আমীর মাওলানা আব্দুল হামিদ, ইউনিয়ন আমীর মাওলানা ইমদাদুল হক প্রমুখ। শাড়ি বিতরণ কর্মসূচিতে সনাতন ধর্মের প্রায় ১০০ জন নারী উপস্থিত ছিলেন।

