এস এম মমিনুর রহমান, ফুলতলা
গতকাল ১৮ সেপ্টেম্বর রাত আটটার দিকে আড়ংঘাটা থেকে ইজিবাইক চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই চোর রাসেল হাওলাদার ও ফারুক শেখ নামে উভয় আটক হয়। জানা যায় রাসেল হাওলাদার (৩০) পিতা লুৎফর রহমান ঠিকানা বাদামতলা খানজাহান আলী থানা কেডিএর পাশে। ও ফারুক শেখ (২৫) পিতা সাব্বির শেখ ঠিকানা খালিশপুর বাস্তূহারা এলাকার। তাদেরকে দামোদর গ্রামের কুট্টে পাড়ার আনসার হাফেজের বাড়ির সামনে থেকে গাড়ি সহ উদ্ধার করে এলাকার জনসাধারণ পরে তাদের গণধোলাই দেয়। পথের বাজার থেকে ফুলতলা থানা পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। যার মামলা নং ০৬-১৯/০৯/২৫।

