উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
মণিরামপুরে পশ্চিমাঞ্চলের ৪ ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ ২৩টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে উপজেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার বিকালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর কামাল হোসেন। অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝাঁপা ইউনিয়ন বিএনপি সভাপতি আলাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ডাঃ শরিফুল ইসলাম, ঝাঁপা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, হরিহরনগর ইউনিয়ন জামায়াতের আমীর নুর মোহাম্মদ, মশ্বিমনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক, এসআই এমরান হোসেন, এস আই মাছুম হোসেন এএসআই হাফিজুর রহমান, এএসআই আনিছুর রহমান, বিএনপি নেতা সাইফুল ইসলাম সাগর ও ঝাঁপা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মাস্টার বিবেকানন্দ বিশ্বাস। চালুয়াহাটি ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির আহবায়ক নিতাই রায়। মতবিনিময় সভায় ঝাঁপা, হরিহরনগর, মশ্বিমনগর ও চালুয়াহাটি ইউনিয়নের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিটি মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ চার ইউনিয়নের ২৩ টি পৃজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

