১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কপিলমুনি মসজিদে যুবকের আত্মহত্যা

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় নির্মানাধীন মেহেরাবের ছাদের বাসের সাথে গামছা পেঁচিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায়। পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার হরিঢালী গ্রামের মজিদ বিশ্বাস মনুর পুত্র আসাদুল বিশ্বাস (২৭) দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিল। মৃত্যুর আগের দিনও আসাদুল বিশ্বাস তার পিতার হাত কামড়িয়ে দেয়। বাড়িতে উৎপাত শুরু করলে পিতা তাকে সাথে করে কপিলমনি বাজারে নিয়ে আসে। বাজারে এসে তার পিতার পানের দোকানে বসে। কিছুক্ষণ পর সকাল দশটার দিকে পিতাকে শারীরিক অসুস্থতার কথা বলে মসজিদে বিশ্রামের জন্য চলে যায়। এর ঘন্টা দুই পর গোবিন্দ নামের একজন শ্রমিক এসে আসাদুলের পিতাকে মৃত্যুর খবর দেয়। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোহাম্মদ আজগর হোসেন জানান, ব্যাবসায়ীদের কাছ থেকে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়