১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদ-গাঁজা নিষিদ্ধ, র‍্যাগিং করলে চিরতরে বহিষ্কার

প্রতিদিনের ডেস্ক:
ক্যাম্পাসে শিক্ষার্থীদের গাঁজা ও মদসহ যেকোনো ধরনের মাদকদ্রব্য সেবন এবং ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত ‌‘কোনো ছাত্র/ছাত্রী অধ্যাদেশ ২০১৮ এর ৫(দ) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস/বিভাগ/ইনস্টিটিউট/আবাসিক হলে দেশি/বিদেশি মাদকদ্রব্য যেমন মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা বা অন্য যেকোনো ধরনের মাদকদ্রব্য পান/সেবন/ব্যবসা করতে পারবেন না।’এতে আরও বলা হয়, মাদকদ্রব্যের সেবন বা ব্যবসা করা একটি শাস্তিযোগ্য অপরাধ।অপরাধের মাত্রা বিবেচনায় এর জন্য সর্বোচ্চ শাস্তি হতে পারে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, কিংবা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ড।মাদক প্রতিরোধে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এদিকে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের র‌্যাগিং করলে চিরতরে বহিষ্কার করা হবে বলে সতর্ক করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৫(৬) ধারা অনুসারে ‘বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো জায়গায় Tease (টিজ)/র‍্যাগিং/নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না।’বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, র‍্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ। অপরাধের মাত্রা অনুযায়ী র‍্যাগিংয়ের সর্বোচ্চ শাস্তি সাময়িক হতে চিরতরে বহিষ্কার। সংশ্লিষ্ট সবাইকে র‍্যাগিং প্রতিরোধে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়