১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

এশিয়া কাপে আচরণবিধি ভেঙে শাস্তি মুজিব-নুরের

প্রতিদিনের ডেস্ক
আচরণবিধি ভেঙে শাস্তির মুখে পড়লেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান ও নুর আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুইজনকেই তিরস্কার করেছে এবং নামের পাশে যুক্ত করেছে একটি করে ডিমেরিট পয়েন্ট। চলতি এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গত বৃহস্পতিবার ঘটে এই ঘটনা। ম্যাচ চলাকালে আলাদা আলাদা ধারা ভঙ্গ করেন নুর ও মুজিব।
বাঁহাতি রিস্ট স্পিনার নুর ভাঙেন আচরণবিধির ২.৮ ধারা, যেখানে বলা হয়েছে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের কথা। শ্রীলঙ্কার ইনিংসের ষোড়শ ওভারে ওয়াইড বলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ দেখান তিনি। অন্যদিকে, অফ স্পিনার মুজিব অভিযুক্ত হন ২.২ ধারা ভঙ্গের অভিযোগে, যা ক্রিকেটের সরঞ্জামের অপব্যবহার সম্পর্কিত। লঙ্কানদের ইনিংসে এক পর্যায়ে হাতে থাকা তোয়ালে ছুড়ে স্টাম্প ভেঙে ফেলেন তিনি।ম্যাচে দুইজনই ছিলেন খরুচে। নুর ৩ ওভারে ৩৭ রান খরচায় একটি উইকেট পান। মুজিব নেন ১ উইকেট, তবে ৩.৪ ওভারে দেন ৪২ রান। অভিযোগ প্রমাণিত হওয়ার পর নিজেদের ভুল স্বীকার করেন দুই আফগান স্পিনার। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচটিও আফগানিস্তান হেরে যায় ৬ উইকেটে এবং বিদায় নেয় এশিয়া কাপ থেকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়