১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মণিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তুহিন হাসানকে দল থেকে অব্যহতি

সংবাদ বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার গুরুত্বর অভিযোগের প্রেক্ষিতে মণিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তুহিন হাসানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। রোববার যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে এই অব্যহতির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। একই সাথে পৌর বিএনপি ও তাদের অধিনস্থ ওয়ার্ড কমিটি সমূহের নেতৃবৃন্দকে তার সাথে কোন সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা বিএনপির দলীয় প্যাডের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে মণিরামপুর পৌর বিএনপির আরও কয়েকজন নেতা কর্মীকে অব্যাহতি দেওয়া হইয়াছে। এ সকল বিষয়ে প্রয়োজনীয় নজরদারী না রাখা এবং অব্যাহতভাবে দলের নেতারা অপরাধে জড়িত হওয়ার পরও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার কারনে ও পৌর বিএনপির নির্বাহী কমিটির মিটিং করে জেলা বিএনপিকে অবহিত করা, এসব সাংগঠনিক পদক্ষেপ প্রহণ না করার কারণে পৌর বিএনপির সভাপতি ও সম্পাদককে ৪৮ ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে সাধারণ সম্পাদক জেলা বিএনপির বরাবরে জবাবদিহি করার জন্য নির্দেশ প্রদান করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়